কোচিং বাণিজ্যে পিএসসির চার কর্মকর্তা-কর্মচারী, নোটিস

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

কোচিং বাণিজ্যের সঙ্গে নিজেদের চার কর্মকর্তাকর্মচারীর জড়িত থাকার তথ্য পেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। এর অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিস দিয়ে তাদের সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিএসসির ১৭ বর্তমান ও সাবেক কর্মকর্তাকর্মচারীদের গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে কমিশনের চার কর্মকর্তাকর্মচারীর কোচিং বাণিজ্যে জড়িত থাকার তথ্য এলো। গতকাল সোমবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এসব কর্মকর্তাকর্মচারীদের নোটিস দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নোটিস পাওয়া চারজন হলেন পিএসসির প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মনিরুল ইসলাম। পিএসসির সিনিয়র সহকারী সচিব জামিলা শবনম স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘আপনি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোচিং ব্যবসার সঙ্গে জড়িত হয়েছেন, যা দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থি। আপনার এরূপ আচরণের জন্য বিধি অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।’

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সন্ত্রাসী ধরতে গিয়ে মিলল ৪ কোটি টাকার আইস
পরবর্তী নিবন্ধমোবাইলের প্রলোভনে কিশোরকে বলাৎকার, যুবকের যাবজ্জীবন