সিজেকেএস সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে তৃতীয় দিনের দলবদল কার্যক্রম গতকাল রোববার সম্পন্ন হয়েছে। এদিন ঘর গুছিয়েছে বাকলিয়া একাদশ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কে এম স্পোর্টিং ক্লাব। গতকাল বাকলিয়া একাদশের পক্ষে দলবদল করেন সুমন দে (রেলওয়ে রেঞ্জার্স),মো. গোলাম মোস্তফা (সিটি করপোরেশন),মো. আরিফুল ইসলাম ( আগ্রাবাদ নওজোয়ান ক্লাব), মীর নুর উদ্দিন (আগ্রাবাদ নওজোয়ান ক্লাব),শুভ ঘোষ (কল্লোল সংঘ), সাইফুল ইসলাম (আবাহনী লিঃ জুনিয়র) এবং রবিউল হোসেন (আবাহনী লিঃ জুনিয়র)। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থায় যোগদান দেন আবদুল হক (কর্ণফুলী ক্লাব), মো. মারুফ হোসেন (আবদুস সোবহান ফুটবল দল), আরমান আলী (বিসিআইসি), মারুফুল ইসলাম (আগ্রাবাদ নওজোয়ান ক্লাব)। কে এম স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলার জন্য স্বাক্ষর করেন মো. ইয়াসিন (আবাহনী লিঃ জুনিয়র),সবুজ চন্দ্র দাশ (পাইরেটস অব চিটাগং), মো. মামুন (কাস্টমস এস সি),মো. সাদ্দাম হোসেন ( কিষোয়ান এস সি),মো. এবাদুল হক কেলবিন (কল্লোল সংঘ),
মো. ইমন (মাদারবাড়ি শোভনীয়া),মো. ফরহাদ (পাইরোটস অব চিটাগং) এবং আরিফুল ইসলাম ( চ ব ক সমিতি)। এছাড়া জোনায়েদ হোসেন পটিয়া উপজেলা হইতে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবে যোগ দান করেন।