সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে রাফা ক্রিকেট ক্লাব বড় ব্যবধানে হারিয়েছে আবেদীন ক্লাবকে। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে রাফা ১০ উইকেটে আবেদীন ক্লাবকে পরাজিত করে। এ খেলার উল্লেখযোগ্য দিক হচ্ছে বিকেএসপির ছাত্র রাফা ক্রিকেট ক্লাবের এস আর করিমের অনবদ্য বোলিং নৈপুণ্য। ডানহাতি পেসার করিমের বোলিং কৃতিত্বে প্রথমে ব্যাট করতে নামা আবেদীন ক্লাব ১২.৪ ওভার খেলে মাত্র ৩২ রানে গুটিয়ে যায়। করিম একাই ৯টি উইকেট লাভ করেন। ৬.৪ ওভার বোলিং করে ১টি মেডেনে মাত্র ১৮ রান দিয়ে আবেদীন ক্লাবের নয়জনকে ফিরিয়ে দেন করিম। আবেদীন ক্লাবের ৭ ব্যাটার কোন রানই করতে পারেননি। তাদের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ১৬ থেকে। অন্যদের মধ্যে অলিউদ্দিন ২,আজাদ ৩ এবং ৯ নং ব্যাটার জিদান ৮ রান করেন। রাফার পক্ষে সিয়াম ১ রান দিয়ে বাকি উইকেটটি লাভ করেন।
জবাবে রাফা ক্রিকেট ক্লাব ৩.২ ওভার ব্যাট করে ৩৩ রান তুলে নেয়। দলের দুই ওপেনার যথাক্রমে নাহিদুল ১৯ এবং দেবজয় ৪ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান।