সীতাকুণ্ডে নেশাগ্রস্ত অবস্থায় যুবক গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ১:৫১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমতপুর রেল লাইন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার অভিযান চলাকালে অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ সুমন (২৫) নামক এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন। এ সময় সার্বিক সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম ও সীতাকুণ্ড মডেল থানার সদস্যবৃন্দ।

জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাইকের ধাক্কায় সংবাদপত্র বিক্রেতা নিহত