ঢাকায় মিরনজিল্লা থেকে হরিজনদের ‘উচ্ছেদের অপচেষ্টা’র প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে গতকাল বিকাল ৩টায় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. রুবেল পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক এড. রানা দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, সহ–সাংগঠনিক সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাশ ব্রহ্মচারী, কাউন্সিলর নিলু নাগ, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি সজিব বড়ুয়া, অলক দাশ, রুমা কান্তি সিংহ, বিশ্বজিৎ পালিত, হরিজন সম্প্রদায়ের পক্ষে বাদল চন্দ্র দাশ, দীলিপ প্রসাদ দাশ, বিষ্ণু দাশ, ওম প্রকাশ দাশ খোকন, তাপস কুমার শীল, নন্দীতা দাশ গুপ্ত, সুচিত্রা গুহ টুম্পা, দেবাশীষ আচার্য্য, ড. কিশোর চক্রবর্ত্তী, রুবেল শীল, সীমান্ত দত্ত রিজু, অমল সিকদার, সাগর মিত্র, নিউটন সরকার, রবি দে, সুমন গুহ, সজল চক্রবর্ত্তী, রাহুল দত্ত, অসিত বরণ বিশ্বাস, রিমন মহুরী, ডা. যীশুময় দেব, অশোক চক্রবর্ত্তী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুদীর্ঘ ২০০ বছর যাবত হরিজন সম্প্রদায় মিরনজিল্লায় বংশানুক্রমে বসবাস করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার কঠিন দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছে। কিন্তু উন্নয়নের নামে আবাসন তৈরি না করে মার্কেট তৈরির অপচেষ্টা হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ করার নীল নকশা। বক্তারা বলেন, মিরনজিল্লা থেকে হরিজনদের উচ্ছেদ করা যাবে না। তারা এ সমস্যার সমাধান করে হরিজন সম্প্রদায়ের ভূমি ও মন্দিরের নিরাপত্তা বিধানের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।