এবারের ইউরোর গোল্ডেন বুট জিততে পারেন যৌথভাবে ছয় ফুটবলার। গোল্ডেন বুট জয়ের নিয়ম নিয়ে সংশয় দূর করে দিয়েছে উয়েফা। লড়াইয়ে অবশ্য এখনও পর্যন্ত এগিয়ে ফাইনালের দুই দলের দুই ফুটবলার হ্যারি কেইন ও দানি ওলমো। কেইন ও ওলমো এখনও পর্যন্ত করেছেন তিনটি করে গোল। আজ রোববারের ফাইনালে দুজনের কেউ গোল পেলে তিনিই জিতবেন গোল্ডেন বুট। কিন্তু দুজনের কেউ যদি গোল না পান, তাহলে পুরস্কারটি তাদেরকে ভাগাভাগি করতে হবে আরও চার জনের সঙ্গে। এই দুজনের পাশাপাশি তিনটি করে গোল করেছেন জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি হাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। গত ইউরোতে সর্বোচ্চ ৫টি করে গোল করেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও চেক প্রজাতন্ত্রের পাত্রিক শিক। তবে উয়েফার সেই আসরের নিয়ম অনুযায়ী, গোলে বেশি সহায়তা করায় গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো। এবার সমান গোলের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন। শেষ পর্যন্ত অবশ্য শুধু এই ছয় জনই নন, গোল্ডেন বুট যৌথভাবে জয়ীর সংখ্যা বাড়তে পারে আরও। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও স্পেনের ফাবিয়ান রুইস করেছেন দুটি করে গোল। যদি ফাইনালে গোল করতে পারেন তাদের কেউ, আবার যদি একাধিক গোল করতে পারলে এই দুজনের কেউ এককভাবেও জিতে যেতে পারেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার। তিন গোলই যদি শেষ পর্যন্ত সর্বোচ্চ গোল হয়ে থাকে, তাহলে তা হবে ২০১২ আসরের পর সবচেয়ে কম। সেবার তিনটি করে গোল ছিল স্পেনের ফের্নান্দো তরেস, জার্মানির মারিও গোমেস ও রাশিয়ার আলান জাগুয়েভের। সেবারের নিয়ম অনুযায়ী, সবচেয়ে কম সময় খেলায় গোল্ডেন বুট জিতেছিলেন তরেস।