হাটহাজারীতে সিজলসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ১১:৫২ অপরাহ্ণ

হাটহাজারীতে জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের অভিযানে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমানবাজার এলাকার সিজল মিষ্টির দোকানসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালের দিকে জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, এক ব্যক্তির ওজনে কম দেয়ার অভিযোগের ভিক্তিতে উপজেলা আমানবাজার এলাকার উল্লেখিত প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এবং অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে একই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা সহ মোট চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একইদিন নগরীর সিএন্ডবি মোড় এলাকার পূষন মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৮ হাজার টাকা এবং একই এলাকার শাহ জামেরীয়া ইলেকট্রনিকস নামক প্রতিষ্ঠানে আরেক ব্যক্তির অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়ে গায়ের মূল্যের থেকেও অধিক মূল্যে ওয়াল্টন পণ্য বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে শনিবার রাত ৯ টার দিকে বলেন, দুই ব্যক্তির লিখিত অভিযোগের ভিক্তিতে দুই প্রতিষ্ঠান সহ মোট তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ছাব্বিশ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে মাদরাসা ছাত্রকে পেটানোর অভিযোগে শিক্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবকের লুঙ্গির ভাঁজে মিলল দুই লাখ টাকার ইয়াবা