ইংরেজি বক্তৃতায় তাহামিন তারান্নুম হকের কৃতিত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ

| শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ আসরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ইংরেজি বক্তৃতায় ‘ঘ’ বিভাগে চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তাহামিন তারান্নুম হক দ্বিতীয় স্থান অধিকার করেছেন। সম্প্রতি দেশের ৮টি বিভাগের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তাহামিন তারান্নুম হকের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খান। এর আগে তাহামিন থানা পর্যায়ের ও চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হয়ে ইংরেজি বক্তব্য ইভেন্টে ঘ গ্রুপ থেকে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। উল্লেখ্য, তাহামিন তারান্নুম হক সাবেক জাতীয় ব্যাডমিন্টন তারকা হামিদুল হক হামিদ ও কামরুন নাহারের জ্যেষ্ঠ কন্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন স্পট বাস্তবায়ন হলে বাঁশখালী উপকূলের দৃশ্যপট পাল্টে যাবে
পরবর্তী নিবন্ধজ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক