ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে এক অনুপ্রেরণার নাম। দেশের এই অর্থনীতির অগ্রযাত্রা যে কয়টি খাতের ওপর নির্ভরশীল তার মধ্যে অন্যতম রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশের বিপুলসংখ্যক জনসমষ্টি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে–ছিটিয়ে আছে। তারা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠায়। তাদের পাঠানো এই রেমিট্যান্স বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্ব কম নয়। প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ভূমিকা রাখছে। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।
গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ফটিকছড়ি প্রবাসী কমিউনিটি আবুধাবির উদ্যোগে গণ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক মো. ওসমান গণী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইফতেখার হোসেন বাবুল। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন সমিতির হাট ইউপির চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন– মো. মঈন উদ্দিন, লুৎফুর রহমান, আযম খান, নাছির তালুকদার, মো. জসিম, সিআইপি শিমুল মোস্তফা, ফিরোজ, আজিম সিকদার, জাহাঙ্গীর, একরামুল হক, জাহাঙ্গীর আলম, এমদাদ হোসেন, নুর মাহমুদ, নাজিম সিকদার প্রমুখ।