টইটং আলহেরা মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সৎ, যোগ্য, আদর্শ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়ে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত টইটং আলহেরা মডেল একাডেমির অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ সম্প্রতি মাদ্রাসা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক মুহাম্মদ আবুল হাসান নাহিদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন টইটং আলহেরা মডেল একাডেমির পরিচালক মুহাম্মদ শিহাব উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ আমিন শরিফ, একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন। সমাপনী মোনাজাত পরিচালনা করেন একাডেমি পরিচালনা পর্ষদের রেক্টর ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ জিয়াউল হক শফিকী। এর আগে অর্ধ বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে কৃতীত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বৃদ্ধির দাবিতে অবস্থান
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা