রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর ১ম সভা গত ৯ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন প্রফেসর রোটা. ডা. ওয়াজির আহম্মেদ। তিনি শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে স্কুল গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা নিশ্চিত করনে রোটারি ক্লাবগুলোকে কাজ করার আহবান জানান। ক্লাব সভাপতি তাসনুভা হায়দার নোভার সভাপতিত্বে সভার শুরুতে ক্লাব সেক্রেটারী সাবিনা কাইয়ুম রোটারির প্রত্যয় পাঠ করেন। উপস্থিত ছিলেন রোটা. মাঈন উদ্দিন রতন, মনিরুজ্জামান। সভায় সদ্য বিদায়ী সভাপতি ইফতেখার উদ্দিন খান কলার হ্যান্ডওভার করেন। ক্লাব সভাপতির উদ্যেগে চবির একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর লেখা পড়ার দায়িত্ব নেয়া হয়। বক্তব্য রাখেন রোটা.জাহেদা আকতার মিতা, আবদুল মামুন বাহার, খায়ের আহমেদ, প্রবীর চন্দ্র সাহা, মির্জা হাফিজুর রহমান সোহেল, এরশাদুল হক, আলী মাহবুব, মমতাজ বেগম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মিয়া, প্রফেসর এম নাসিরউদ্দিন মজুমদার, মো. জামিল, মেহেদি হাসান রিব্বি, মুনেযা রেজা চৌধুরী, তাজরুভা হায়দার, ওয়াহিদ মুরাদ, ডা. সাইফুল ইসলাম,ইশাক বিন আজিজ, ফারিহা খানম, আহমেদ রফিক ইমতিয়াজ, মীর সামিতা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।