রমাতোষ সরকার : জ্যোতির্বিজ্ঞানী ও লেখক

| শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

. রমাতোষ সরকার (১৯৩০১৯৯৯)। জ্যোতির্বিজ্ঞানী ও বিজ্ঞানবিয়ক প্রবন্ধ লেখক। রমাতোষ সরকারের জন্ম ১৯৩০ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটে। পিতা রণতোষ সরকার ও মাতা রাধারাণী দেবী। কলকাতার নারকেলডাঙা জর্জ হাই স্কুল (বর্তমানে নারকেল ডাঙা হাইস্কুল) থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন ও রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী গগনবিহারী বন্দ্যোপাধ্যায়ের অধীনে ‘ইউনিফায়েড ফিল্ড থিয়োরি’র উপর গবেষণা করে পিএইচ.ডি.ডিগ্রি লাভ করেন। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে শিক্ষকতার মধ্যদিয়ে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরে সেন্ট পলস্‌ কলেজে। ১৯৬২ খ্রিষ্টাব্দে এশিয়ার বৃহত্তম তথা বিশ্বের দ্বিতীয় প্ল্যানেটরিয়াম বিডলা তারামণ্ডল (বর্তমানে এম. পি. বিড়লা তারামণ্ডল) স্থাপিত হলে সেখানে তিনি লেকচারার হিসেবে যোগ দেন এবং যোগদান করার সাথে সাথেই সাধারণ মানুষকে বিশেষ করে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য চালু করেন ‘ফ্রি ইভিনিং কোর্স অফ অ্যাস্ট্রোনমি’। এর মাধ্যমে তিনি শুরু করেন বিজ্ঞান সাধনা ও বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা ও প্রসার। বিজ্ঞানাচার্যের তিনি বাংলাভাষায় বিজ্ঞান প্রচারকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারের জন্য সহজ সরল ও সাবলীল গদ্যে সাহিত্য আকাদেমির ‘প্রবন্ধ’ পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু হয়। তাঁর বেশকটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রয়েছে। বইগুলির মধ্যে উল্লেখযোগ্য– ‘মহাবিশ্ব’, ‘মহাকাশ’, ‘জ্যোতির্বিজ্ঞান’, ‘প্রাচীন ভারতের গণিত চিন্তা’ । বাংলাভাষায় বিজ্ঞান চর্চার অবদানের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের ‘সত্যেন্দ্রনাথ বসু পুরস্কার’ ও বঙ্গীয় বিজ্ঞান পরিষদের ‘জ্ঞান ও বিজ্ঞান’ পুরস্কার লাভ করেন। তিনি লন্ডনের রয়াল অ্যাসট্রোনমিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১২ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম বৃদ্ধি করা রীতিমত অপরাধ, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন
পরবর্তী নিবন্ধরাস্তাটি দ্রুত সংস্কার করা হোক