সনি এমপি ও তার স্বামীর সিআইবি রিপোর্ট দাখিলে ১৫ দিনের সময়

বাংলাদেশ ব্যাংককে হাই কোর্টের নির্দেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত নির্বাচনী মামলায় চট্টগ্রাম২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও তার স্বামী এস এম পারভেজ আলমের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সিআইবি রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সাইয়্যেদ সাইফুদ্দিন আহমদ আল মাইজভান্ডারীর দায়ের করা নির্বাচনী মামলার শুনানি শেষে হাই কোর্টের বিচারপতি ফাতেমা নজিবের একক বেঞ্চ এই আদেশ দেন। আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক সনি ও তার স্বামীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সিআইবি রিপোর্ট দাখিল করবে। বাদী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট শাহ্‌ আলম অভি। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী শাহ্‌ আলম অভি জানান, শুনানি শেষে হাই কোর্ট ন্যায় বিচার নিশ্চিত করতে বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে আইন ও বিধি মোতাবেক চট্টগ্রাম২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং তার স্বামী এস এম পারভেজ আলমের সিআইবি রিপোর্ট আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে হাই কোর্টে দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচনী হলফ নামায় নিজ ও স্বামীর নামে থাকা ব্যাংক ঋণের তথ্য প্রতারণামূলকভাবে গোপন করায় তার সংসদ সদস্য পদ বাতিল করে ওই আসনে পুনরায় নির্বাচনের দাবিতে হাই কোর্টে নির্বাচনী মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পাটির্র (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ। এই মামলায় নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ ১৪ জনকে বিবাদী করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতাল থেকে ৫ বেসরকারি ডায়াগনস্টিক কর্মী আটক
পরবর্তী নিবন্ধচালু হল ফইল্যাতলী কিচেন মার্কেট