ল্যাব সহকারীর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী সবুজ চক্রবর্তী অভিজিৎ (৩০) এর বিরুদ্ধে স্কুলের ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ল্যাব সহকারীর বাড়ি পটিয়া উপজেলায় কেলিশহর গ্রামে বলে জানা যায়।

এ বিষয়ে গত কয়েকদিন আগে স্কুলের প্রধান শিক্ষক মো. ইলিয়াছকে পৃথক চারটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীদের মধ্য থেকে কয়েকটি পরিবার। তবে এখনো কোনো প্রতিকার তারা পাননি। এদিকে অভিযোগ দেয়ার পর সবুজ স্কুলে পদত্যাগ পত্র জমা দিয়ে পালিয়ে গেছেন বলেও জানান তারা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের ছাত্ররা ওই ল্যাব সহকারীর শাস্তির দাবিতে স্কুলের ভিতর আন্দোলন করতে থাকে। ছাত্ররা জানায়, ওই ল্যাব সহকারী অনেকদিন ধরে এসব অপকর্ম করেছেন। উপযুক্ত প্রমাণ ছাড়া কিছুই করা যায়নি। এখন ছাত্রীরা অভিযোগ করায় ছাত্ররা আন্দোলনে নেমেছে। শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর অভিভাবক বলেন, মেয়ে কোচিংয়ে গেলে স্কুলে পাশ করানো, ভালো নম্বর পাওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করতো।

স্থানীয়রা জানান, সবুজ চক্রবর্তী অভিজিৎ স্কুলের একজন ল্যাব সহকারী। কিন্তু তাকে স্কুলে ক্লাস করতে দেয়া হয়েছে। তিনি লালার দীঘির পাড়ে ক্যানভাস নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। ক্লাস করানোর সুবাধে তিনি কোচিংয়ে স্কুলের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীদের পড়াতেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি ছাত্রীদের যৌন হয়রানি করতেন।

এ বিষয়ে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ বলেন, তিনদিন আগে তার বিরুদ্ধে চারটি পৃথক যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। স্কুলের সভাপতি বর্তমানে দেশের বাইরে। তবে কমিটির অন্যান্য সদস্যরা বসে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। ল্যাব সহকারীর ক্লাস করানোর বিষয়ে প্রধান শিক্ষক বলেন, তার জন্য নির্দিষ্ট কোন ক্লাস বণ্টন ছিলো না। কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে সে ক্ষেত্রে ক্লাসে যেতো। তবে এখন পাঠদানে নতুন কারিকুলাম আসায় আর ক্লাসে যাওয়ার সুযোগ নেই।

অভিযুক্ত ল্যাব সহকারী সবুজ চক্রবর্তী অভিজিৎ বলেন, ‘আমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা অভিযোগ এনেছে তাদের মধ্যে একজন এসএসসি পাশ করে কলেজে যাওয়ার পথে। অন্যজন আমার থেকে প্রাইভেট পড়েছে ডিসেম্বরে, তাহলে জুলাই মাসে এসে কেন অভিযোগ করছে। এতেই বুঝা যায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।’

পূর্ববর্তী নিবন্ধযুবদলের সমাবেশে ব্যানার নিয়ে পুলিশের ‘টানাটানি’
পরবর্তী নিবন্ধ‘ঘুষ না দেয়ায়’ আবেদন ঝুলিয়ে রেখেছেন শিক্ষা কর্মকর্তা ইউএনও’কে অভিযোগ