ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা নারীর সাত বছর কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গা নারীকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামি জুলেখা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৯ নম্বর ক্যাম্পের ব্লকডি/২ এর মৃত রশিদ আহমদের স্ত্রী। মামলাটি বিচারের জন্য কক্সবাজার সিজেএম আদালতে চার্জ (অভিযোগ) গঠন করে সাক্ষ্য গ্রহণ, আসামিপক্ষের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা, আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্কসহ মামলার সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করে মঙ্গলবার রায়ের দিন ধার্য্য করা হয়। এদিন কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬() এর ১০() ধারায় দোষী সাবাস্ত করে আসামি জুলেখাকে ৭ বছরের কারাদণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হোন : সুজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি