চাকরি এখন কেউ করে না
সবাই করে ‘জব‘।
গল্প করার নেই তো সময়
মারে সবাই ‘গপ‘।
কথা বলা হয় না কারো
থাকলেও রুমমেট।
কানের ভেতর ডিভাইস থাকে
করে সবাই ‘চ্যাট‘।
মোবাইল হাতে দাঁড়িয়ে থাকে
দেয় না কেহ সাইড।
বই না পড়ে চাকরির আশায়
পড়ছে সবাই গাইড।
আড্ডার আসর বসে না আর
সবার হাতে ফোন।
একই ঘরে দশ বারো জন
বাজছে কেবল টোন।
আষাঢ় গেলো শ্রাবণ এলো
কাটলো বারো মাস।
মোবাইল এসে করলো সবার
দারুণ সর্বনাশ।