তুমি

মারজিয়া খানম সিদ্দিকা | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

আষাঢ় মাসের পূর্ণিমাতে

তুমি এসেছিলে,

হাওয়ার নাচন পালে নিয়ে

জোৎস্না মেখেছিলে।

তুমি আমি সাথে চলি

নব ঘনের বনে,

বৃষ্টি বাদল মিশেল রাতে

জোছনা ঢেলে মনে।

বেলি ফুলের সুবাস মেখে

স্বপন নাওয়ে চলি,

তোমার সাথে মধুরিমা

মনের কথা বলি।

তুমি এসে খুলে দিলে

কথার যত ঝাঁপি,

তার সাথে আগাগোড়া

ফুলের রেনু মাপি।

এই তো রাতের ভালোবাসা

রঙিন ভুবন জুড়ে,

তুমি আমি বর্ষাস্নাত

রাতটি যেন মুড়ে।

কলাপাতার ছাতা মাথায়

অনেক সাধের গান

জুঁই চামেলি সাথে আরও

কদম কেয়া আন।

এভাবেই পূর্ণিমা আষাঢ়ী

রাতের বানে

কাটুক নিমগ্নতায় নিস্তব্ধতায়

শান্তির টানে।

পূর্ববর্তী নিবন্ধবীরেন্দ্র চট্টোপাধ্যায় : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধমনের শহর