আজ বিকালে আবারও সড়ক অবরোধের ঘোষণা

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সারাদেশে সকালসন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শেষে বৃহস্পতিবার (আজ) বিকালে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। আজ বৃহস্পতিবার সারাদেশে কলেজবিশ্ববিদ্যালয়ে ক্লাসপরীক্ষা বর্জনের পাশাপাশি বিকেল সাড়ে ৩টা থেকে অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। দিনের কর্মসূচির সমাপ্তি টেনে গতকাল বুধবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, সরকারের নির্বাহী বিভাগ থেকে ঘোষণা আসতে হবে যে একটি কমিশন গঠন করে কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কার করা হবে। যতদিন না আমাদের এ দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততদিন শিক্ষার্থীরা রাজপথে থাকবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচেকানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে।’ খবর বিডিনিউজের।

তিনি বলেন, ‘আজকে সারাদেশে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। আমাদের বাংলা ব্লকেড কর্মসূচিকে অনেকে জনদুর্ভোগ বলে উল্লেখ করতে চান। আমরা বলতে চাই, এটি একটি অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদের ভলান্টিয়াররা যখন বিভিন্ন জায়গায় অবরোধ করতে যায়, তখন রিকশাওয়ালা, ভ্যানওয়ালাসহ সাধারণ মানুষ বলে আমাদের সন্তানদের জন্য এ আন্দোলন চালিয়ে যেতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থনের আশ্বাস দিলেন শি
পরবর্তী নিবন্ধ‘আপাতত কোটা বাতিলের পরিপত্র বহাল থাকবে’