আছদগঞ্জে ক্যাশবাক্স ভেঙে চুরি, সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

নগরীর আছদগঞ্জের চা পাতার দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় চোরাইকৃত ৪ লাখ ৬৬ হাজার টাকাসহ মো. কামরুল হাসান প্রকাশ সিফাত (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বুধবার পটিয়া থানাধীন বড়লিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. কামরুল হাসান বড়লিয়া এলাকার সৈয়দ পাড়া মফিজ মেম্বারের বাড়ির মো. শাহ আলমের ছেলে। কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি জানান, গত ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে ৬ জুলাই সকাল ১০ টার মধ্যবর্তী সময়ে কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ ৯৯৫ ওসমানিয়া লেইনস্থ ইমাম টি এন্ড ট্রেডিং নামক দোকানের উপরের টিন ভেঙে কৌশলে প্রবেশ করে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৪ লক্ষ ৬৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সিফাত। এই ঘটনায় দোকান মালিক মোহাম্মদ ইমাম বাদী হয়ে মামলা দায়ের করলে গ্রেপ্তার করা হয় সিফাতকে। এসময় তার বাড়ির স্টিলের আলমারি থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ৪ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতাহসানের ‘২৪তম বিসিএসে প্রথম হওয়া’ নিয়ে গুঞ্জন, যা বলল রিউমার স্ক্যানার
পরবর্তী নিবন্ধবায়েজিদে ময়লার ভাগাড় থেকে মানবভ্রুণ উদ্ধার