ফুটবলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের বড় দুই টুর্নামেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। দুই প্রতিযোগিতার যে কোনো আসরেই চলে আসে তুলনা। কেউ কেউ এগিয়ে রাখেন ইউরোকে। কেউ আবার কথা বলেন কোপার পক্ষে। লিওনেল স্কালোনির ভাবনা কিছুটা ভিন্ন। দুই মহাদেশের দলগুলোকে একসঙ্গে একই টুর্নামেন্টে খেলার কথা বললেন আর্জেন্টিনা কোচ।












