লায়ন্স জেলার বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৪৪ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫বি৪ প্রতি বছরের ন্যায় এবারও জেলা গভর্নর বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪, জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। এসময় অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা গভর্নর লায়ন এসএম সামসুদ্দিন, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, বৃক্ষরোপণ কমিটির অ্যাডভাইজার লায়ন আহমেদ হোসেন, লায়ন মাহবুবুল হক খান, লায়ন তারেক কামাল, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, বৃক্ষরোপণ কমিটির প্যাট্রন লায়ন পারভিন মাহমুদ এফসিএ, কোচেয়ারম্যান লায়ন মো. খোরশেদ আলম, লায়ন মো. আমজাদ হোসেন, লায়ন আমেনা সুলতানা ডলি, মেম্বার সেক্রেটারী লায়ন মোহাম্মদ হোসেন (রানা), ট্রেজারার লায়ন সুব্রত ভৌমিক, কমিটির মেম্বারবৃন্দ, লায়ন্স জেলার সিনিয়র লায়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ অন্যান্য লায়ন ও লিওবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিএলএফ চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। পরে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মাঝে ১২ হাজার বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোমদন্ডী ফুলতল অটোরিকশা চালক সমিতির অনুদান
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাসের ধাক্কায় প্রাণ গেল ১ যাত্রীর