পরীক্ষায় খারাপ করলে দায় নিতে হবে শিক্ষকদের সাথে অভিভাবকদেরও

এয়াছিন শাহ পাবলিক কলেজের সমাবেশে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ গত সোমবার কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী ভার্চয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি সমবেত অভিভাকদের উদ্দেশে বলেন, আমি চাই শতভাগ শিক্ষার্থী ফালাফল ভালো করুক। কোনো ছাত্র ফলাফল খারাপ করলে এর দায়ভার শিক্ষকের পাশাপাশি অভিভাকদেরকেও নিতে হবে।

কলেজ গভর্ণিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মঈনুল আমীন আশিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তহিদুল আনোয়ার বাবুল, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, অধ্যাপক বজলুর রহমান, মেম্বার মুহাম্মদ আলী, গিয়াস উদ্দিন, লোকমান সিকদার, মো. বখতেয়ার, মো. ফারুক, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ। পরীক্ষায় ভাল ফলাফলের পুরস্কার হিসাবে উপজেলা চেয়ারম্যান ২৪ জন শিক্ষার্থীকে নগদ পাঁচ শত টাকা করে প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদের রুপালী ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমাউশি চট্টগ্রামের নতুন পরিচালক অধ্যাপক নারায়ণ চন্দ্র