বিরামহীন বৃষ্টি যখন বিড়ম্বনার বিষয়,
জনজীবনে তখন নামে মহা বিপর্যয়।
শহুরে সব পথ থাকে পানির অতলে,
কর্মের টানে লোক তবু রাস্তায় চলে।
ভেজা কাপড় জামা শুকোতে না চায়,
আঁশটে গন্ধে ঘরে প্রাণ বুঝি যায়!
বিদ্যুৎ বিভ্রাট যখন তখন,
বজ্রের হুংকারে ভীত হয় মন।
তার সাথে যোগ হয় খাদ্যের অভাব,
সুপারশপগুলোও নিতে থাকে ভাব।
বৃষ্টির অতি প্রীতি সয় না সবুজ,
গাছেরাও তাই আজ হয়েছে অবুঝ।
টবের পানিতে মশা পাড়ছে ডিম,
ডেঙ্গুর ভয়ে সবাই হয়েছে হিম।
ওগো প্রিয় বৃষ্টি, দোহাই তোমার;
বিরতি নাও তুমি, ঝরো না‘ক আর।