বন্যহাতির আক্রমণে বাঁশখালীর আব্দু ছফুর (৪২) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) আনুমানিক দেড়টার দিকে সাতকানিয়া উপজেলার বারদ্দোনা পূর্ব দক্ষিণ হিমছড়ি দানু মিয়া পাহাড়ি ঘোনায় এ ঘটনা ঘটে।
আব্দু ছফুর বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর এলাকার দানু মিয়ার ছেলে।
স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাতকানিয়া এলাকায় বারদ্দোনা পূর্ব দক্ষিণ হিমছড়ি দানু মিয়া ঘোনা নিজেদের কাঁঠাল বাগানে আব্দু ছফুর তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে কাঁঠাল কাটতে যাওয়ার পথে সামনে থাকা আব্দু ছফুরকে ঝাপ্টে ধরে একটি বন্যহাতি।
পরে আঘাত করে পাহাড়ের দিকে ছুঁড়ে মারে। এ সময় ভাতিজা দৌড়াতে শুরু করলে আহত অবস্থায় আব্দু ছফুর পাহাড়ে উঠে কোমরের মোবাইল ফোন বের করে বাড়িতে ফোন করলে বাড়ি লোকজন খবরটি স্থানীয়দের জানালে স্থানীয়রা লোকজন নিয়ে এগিয়ে আসে।
পরে আব্দু ছফুরকে উদ্ধার করে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত কৃষক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।