অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে ‘কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি’ পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ‘বৈষম্যমূলক’ প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশনের আহ্বানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন। একইদিন চবি শিক্ষক সমিতিও তাদের কার্যালয়ে অবস্থান করেন এবং কর্মবিরতি পালন করেন।
এ সময় আলোচকরা সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি পরিষদের প্রণীত অভিন্ন নীতিমালা বাতিল, শিক্ষক–কর্মচারী সংগ্রাম কমিটির প্রণীত ১১ দফা দাবি, এবং দেশের দ্রব্যমূল্যের অগ্রগতিসহ নানাবিধ সমস্যা নিয়ে বক্তব্য রাখেন এবং সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
বক্তব্য শেষে সকাল সাড়ে এগারোটার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন থেকে মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার, শহিদ মিনার, বিবিএ ফ্যাকাল্টি হয়ে আবার প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে গতকালের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদ।
উল্লেখ্য, গত ৩০ জুন কর্মকর্তা–কর্মচারীদের ঘোষিত সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস এবং ৭ জুলাই থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হয়।