সাতকানিয়ায় ১৭ টাকার দ্বন্দ্বে যুবক হত্যা : আসামি টোকাই সাকিব গ্রেফতার

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে ১৭ টাকার চায়ের বিলের টাকার দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে যুবক হত্যা মামলায় এজাহারনামীয় ৫ নাম্বার আসামি মোহাম্মদ সাকিব (২৪) (প্রকাশ টোকাই সাকিবকে) গ্রেফতার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার এসআই মোঃ মামুন ভূইয়া সঙ্গীয় এসআই উৎফল চক্রবর্তী, এসআই আলাউদ্দিন, এএসআই মোঃ মোবারক হোসেন, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই মোঃ রেজাউলসহ পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহযোগিতায় সোমবার (৮ জুলাই) উপজেলার ছদাহা ইউনিয়নের নিজ বসতঘরের ছাদের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ সাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ছোট ঢেমশা এলাকার নুরুল আবছারের ছেলে। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার দৈনিক আজাদীকে বলেন, ছদাহা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব সূত্রতার জের ধরে ১৭ টাকার তর্কাতর্কির একপর্যায়ে গত ২৮ মে দুপুর আনুমানিক ২টায় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিঠার দোকান এলাকার জাকির স্টোরের সামনে ছুরিকাঘাতে মাহমুদুল হককে খুন করা হয়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন নিহতের মেজ ভাই জিয়াবুল হক।

তারই ধারাবাহিকতায় গত ৩ জুন চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করেন নিহতের বড় ভাই এনামুল হক। শুনানি শেষে আদালত সাতকানিয়া থানার ওসিকে অভিযোগটি সরাসরি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৪
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভোররাতে সবজি বিক্রেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা