সুলতান উল কবির রাজনীতিতে নিষ্ঠা ও সততার প্রতীক

স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণ সভা গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত

সভায় আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুজিবুল হক, প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, শামীমা হারুন লুবনা এমপি, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, চৌধুরী মো. গালিব সাদলী, নুরুল আবছার চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া বোরহান উদ্দিন এমরান, মো. ফারুক, খালেদা আক্তার চৌধুরী, আবদুল কাদের সুজন, আমানুর রশিদ হিরু, আবু সৈয়দ, নুরুল আমিন চৌধুরী, অধ্যাপক আবদুল গফুর, এম এ হাশেম প্রমুখ। সভায় বক্তারা বলেন, রাজনীতির দুঃসময়ে ঝুঁকি নিয়ে যারা আমাদের রাজনীতির পথকে সুগম করে গেছেন, আপোষহীন রাজনীতি করে দলকে সুসংগঠিত করেছেন, তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগ যে সকল দেশপ্রেমিক, সাহসী, সৎ ও আদর্শবান নেতাদের মেধা শ্রমে গড়ে উঠেছে সুলতান উল কবির চৌধুরী তাদের মধ্যে অন্যতম। রাজনীতিতে নিষ্ঠা ও সততার প্রতিক সুলতান উল কবির চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের নতুন জেলা জজ গোলাম রব্বানীর যোগদান
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ