পেকুয়ায় বিষাক্ত সাপের দংশনে শিশু আহত

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

বিষাক্ত সাপের দংশনে ৫ বছরের এক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী জালিয়াকাটা এলাকায়।

রোববার (৮ জুলাই) সকালে শিশু ইলমা মনি (৫) বাড়ির রান্না ঘরের পাশে খেলতেছিল। হঠাৎ করে একটা বিষাক্ত গোখরো সাপ (পদ্মগোখরা) শিশুটির পায়ে কামড় দেয়।

স্বজনরা বিষয়টি বুজতে পেয়ে তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা করে তার শরীরে বিষক্রিয়ার পরিলক্ষিত হয়।

এতে রোগীর মাথাব্যথা, ঘাড় ব্যথা বমি,টোসিস restlessness develop করে। এসময় শরীরে ১০ ভয়েল এন্টিভেনম প্রয়োগ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, রোগীর শরীরে বিষক্রিয়া পরিলক্ষিত হলে সাথে কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিনের সহকারি অধ্যাপক ডাক্তার শাহজাহান নাজির এর সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শরীরে ১০ ভয়েল এন্টিভেনম প্রয়োগ করা হয়। এন্টিভেনম প্রয়োগের ফলে রোগীর অবস্থার অনেক উন্নতি হয়।

এরপর রোগী কিছুটা স্টেবল হলে রোগীর অভিভাবকের ইচ্ছা অনুযায়ী রোগীকে অধ্যাপক ডাক্তার শাহাজান নাজির এর সাথে কথা বলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে একজন খুন
পরবর্তী নিবন্ধথেমে থেমে বিস্ফোরণের শব্দ, ঘুম নেই টেকনাফের বাসিন্দাদের