সীতাকুণ্ডে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে সীতাকুণ্ডে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ৫১ হাজার টাকা। গতকাল সোমবার উপজেলার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিরা বাইপাস এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক পরিবহন আইন না মানা, ফিটনেসবিহীন গাড়ি চালানো, যানবাহনের কাগজপত্র হালনাগাদ না থাকায় কাভার্ডভ্যান, ট্রাক ও শ্যামলী পরিবহনের বাসসহ ৮ যানবাহনকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশিরভাগ গাড়িরই কাগজপত্র ঠিক নেই জানিয়ে তিনি আরো জানান, কিছুক্ষণ অভিযান চালানোর পর রাস্তায় গাড়ির পরিমাণ একেবারে কমে গেছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসায় সালানা ওরশ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা ইউসুফ স্মরণসভা