এই দিনে

| মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

১৪৪১ ফ্লেমিশ চিত্রকর ইয়ান ভান আইকএর মৃত্যু।

১৭৭৭ ঐতিহাসিক হেনরি হ্যালামএর মৃত্যু।

১৭৭৯ ব্রিটিশ সংসদ ও বাগ্মী এডমন্ড বার্কএর মৃত্যু।

১৭৮৬ জার্মান ভাস্কর রুডলফ শ্যাডোর জন্ম।

১৮১০ নেপোলিয়নের অধীনে হল্যান্ড ফরাসি সাম্রাজ্যের অধিভুক্ত হয়।

১৮১৬ স্পেনের শাসন থেকে আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণা।

১৮১৯ সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাউয়ের জন্ম।

১৮৫৬ ইতালীয় পদার্থবিদ আমাদেও আভোগাদ্রোর মৃত্যু।

১৮৫৮ জার্মানমার্কিন নৃবিজ্ঞানী ফ্রান্স বোয়াসএর জন্ম।

১৮৮৭ ভারতে কর্মরত উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী স্যার অ্যাসলে ইডেনএর মৃত্যু।

১৯১৯ জার্মান ভার্সাই চুক্তি অনুমোদন করে।

১৯২২ জাপানি সাহিত্যিক ওগাই মোরির মৃত্যু।

১৯২৬ নোবেলজয়ী (১৯৭৫) মার্কিন পদার্থবিদ বেনরয়র মৃত্যু।

১৯৪১ সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়।

১৯৪৬ শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আততায়ীর হাতে নিহত হন।

১৯৪৭ বেঙ্গল বাউন্ডারি কমিকানের অধিবেশন শুরু হয়।

১৯৫২ পোলান্ড রেজ্‌পিনএ ট্রেন দুর্ঘটনায় ১৬০ জন নিহত হন।

১৯৬৯ শিশু সাহিত্যিক সুখলতা রাওয়ের মৃত্যু।

১৯৭৩ বাহামা স্বাধীনতা লাভ করে।

১৯৮৫ কবি ও সাংবাদিক আহসান হাবীবএর মৃত্যু।

১৯৯১ মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ হয়। ২০৩২ সালের আগে এত দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ আর হবে না বলে ধারণা।

১৯৯৪ উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম ইল সুঙ্‌এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের আওতায় আনতে হবে সবাইকে
পরবর্তী নিবন্ধসুখলতা রাও : শিশুসাহিত্যিক