কর্ণফুলীতে সিএনজি টেক্সিতে যাত্রীবেশে অপর যাত্রী এক প্রবাসীর চোখে মলম লাগিয়ে দিয়ে ৫ লাখ ১০ হাজার দুইশত টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার আখতারুজ্জামান চত্বর মোড় পার হয়ে শিকলবাহা মাজার গেইট এলাকায় যেতেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. আলমগীর (৪৮) বাদী হয়ে সিএনজি চালক ও অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে গত ৬ জুলাই রাতে কর্ণফুলী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় টেক্সিটি। ভুক্তভোগী প্রবাসীর বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী এলাকায়। তিনি দীর্ঘ ১৫ বছর পর দুবাই থেকে দেশে ফিরেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে প্রবাসী আলমগীর তাঁর ভাগিনা ফরহাদের কাছ থেকে খাতুনগঞ্জ এলাকায় গিয়ে ওয়ান ব্যাংকের সামনে দাঁড়িয়ে ৫ লাখ টাকা নেন। টাকা নিয়ে সিএনজি যোগে নগরীর বহদ্দারহাটে শ্যালক মারুফের সাথে দেখা করতে যান। শ্যালকের সাথে দেখা না হওয়ায় পরে তিনি বাড়ির উদ্দেশ্য রওনা দেন। শাহ আমানত ব্রিজ হতে বাড়ি যেতে চাতরী চৌমুহনীগামী একটি লোকাল সিএনজি টেক্সিতে উঠেন। এসময় সিএনজির পিছনে এক লোক এবং সামনে সিএনজি ড্রাইভারের সাথে আরেকজন ব্যক্তি বসা ছিলো। পরে আরেক জন যাত্রী বেশে সামনে নেমে যাবে বলে প্রবাসীকে মাঝখানে বসিয়ে সিএনজি চলতে থাকে।
পরে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হয়ে আখতারুজ্জামান চত্বর অতিক্রম করে যেতেই টেক্সিটি রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যায়। সাথে সাথে ড্রাইভারে সাথে সামনে বসা লোকটি হঠাৎ ভিতরে চলে আসে। পিছনে থাকা বাকি দুইজন ছিনতাইকারী প্রবাসীকে কিল ঘুষি মারতে থাকে এবং চোখে মলম জাতীয় পদার্থ লাগিয়ে দিয়ে মুখ ও গলা চেপে ধরে এবং কোনো চিৎকার না করার জন্য ধমকাতে থাকে। পরে তিনজন মিলে প্রবাসীর প্লাস্টিকের ব্যাগে রাখা ৫ লাখ টাকা ও ১টি কালো রংয়ের ছাতা, ম্যানি ব্যাগে রাখা ১০ হাজার দুইশত টাকাসহ একটি নোকিয়া মোবাইল ফোন নিয়ে নেয়। ছিনতাইকারীরা প্রবাসীকে শিকলবাহা মাজার গেইট এলাকায় নামিয়ে পালিয়ে যায়। পরে আত্মীয় স্বজনরা এসে প্রবাসীকে উদ্ধার করে কর্ণফুলী চক্ষু হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নগরীর খুলশী এলাকা থেকে ঘটনায় জড়িত মো: মাসুম (৪৬) কে তার বাসা থেকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় ব্যবহৃত সিএনজি টেক্সিটি জব্দ ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।