চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেছেন, সংস্কৃতি হচ্ছে একটি দেশ ও জাতির উন্নয়ন–অগ্রগতির অনুঘটক। কোন দেশ ও জাতির সংস্কৃতিতে আঘাত হানলে সে দেশের ধ্বংস অনিবার্য হয়ে উঠে। বর্তমানে অপসংস্কৃতি আমাদের সামাজিক জীবনকে গিলে খেয়েছে। তিনি বলেন, পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতির চর্চা জরুরি। আর এক্ষেত্রে হিজরি বর্ষবরণ উৎসব একটি কার্যকর মহৌষধ হিসেবে ভূমিকা রাখবে।
তিনি গতকাল রোববার হিজরি নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হিজরি বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো– চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। হিজরি নববর্ষ মঞ্চের সচিব লায়ন মোহাম্মদ ইমরান ও মাওলানা জাহিদ কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দীন, স ম হামেদ হোসাইন, অ্যাড মীর ফেরদৌস আলম সেলিম, কাজী মুফিজুর রহমান, কাজী আহছানুল আলম, আহমদ রেজা, মাওলানা মুহাম্মদ আইয়ুব, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, আবু সাদেক ছিটু, কফিল উদ্দীন রানা, মুনির উদ্দীন, ইঞ্জিনিয়ার রাসেল, শহীদুল ইসলাম, মিজবাহ উদ্দীন, মাসরুর রহমান, ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম তানিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।