প্রিমিয়ার ভার্সিটিতে পিইউডিএস বিতর্ক উৎসবের সমাপনী

মনের তর্কই আত্মশুদ্ধির পথ : অনুপম সেন

| রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) উদ্যোগে একাদশ পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি বিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি কলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি স্কুল অংশগ্রহণ করে। ‘খেলার মাঠেই জাগরিত হোক জীবনবোধ, নিঃশ্বাসের ভেতর আসুক উৎসবের বিশ্বাস’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল শনিবার দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রানার আপ হয়। আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় হাজী মুহাম্মদ মহসিন কলেজ চ্যাম্পিয়ন এবং প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল রানার আপ হয়। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সরকারি মুসলিম হাই স্কুল রানার আপ হয়। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। পিইউডিএসর চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিতর্কের সূচনা হয় প্রাচীন গ্রীসে। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল যুক্তির মাধ্যমে সত্যের অনুসন্ধান করেছিলেন। প্লেটোর গ্রন্থে দেখা যায়, তর্কের মাধ্যমে তিনি বিভিন্ন বিষয় প্রতিষ্ঠা করছেন। তিনি আরো বলেন, আজকের বিশ্ব বিজ্ঞানের বিশ্ব। ড. সেন বলেন, ব্যক্তিকে এগিয়ে যেতে হলেও যুক্তির প্রয়োজন। আমরা কোনটা সত্য মনের মধ্যে তা বিচার করি যুক্তির মাধ্যমে। কোনটি ভালো, কোন্‌টি খারাপ তাও বিচার করি যুক্তির মাধ্যমে। মনের তর্কই আত্মশুদ্ধির পথ।

মডারেটর সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিইউডিএসর সভাপতি সাকিব হোসাইন। উপস্থিত ছিলেন ব্যবসাশিক্ষা অনুষদের সহকারী প্রফেসর এম. মঈনুল হক, মডারেটর সঞ্জয় বিশ্বাস ও নিলুফার সুলতানা, হিল্লোল সাহা, মিনহাজ হোসেন, ফারিয়া হোসেন বর্ষা, সাবের শাহ, রাইহান শাকিল, আত্তিহারুল কবির তিহার, মেহেদী রহমান নিকাশ, আমির আবদুল্লাহ ও তন্ময় বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে সেমিনার