চবি আইন বিভাগে জাতীয় মুট কোর্ট কর্মশালা

চবি প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চবি আইন বিভাগে ‘জাতীয় মুট কোর্ট’ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন প্রারম্ভিক ধারণা ও কৌশল এবং মৌলিক বিষয় সম্পর্কে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মেহেরু মাশতুরা রাহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গ্যালারি ১ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন ঢাকা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য রাফিদ আজাদ সৌমিক ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং এন্ড ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সামিন ইয়াসার ইসলাম। প্রথম সেশন পরিচালনা পরিচালনা করেন রাফিদ আজাদ সৌমিক। তিনি কীভাবে মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় তা ব্যাখা করেন। পরে মেমোরিয়াল সাবমিশন, মুট কোর্টের বিভিন্ন পর্যায়, ওরাল অ্যাডভোকেসির বেসিক ধারণা, স্ক্রিপ্ট তৈরি ইত্যাদি নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে রিচার্স ফর রাইটিং মুট কোর্ট মেমোরিয়ালস নিয়ে আলোচনা করেন সামিন ইয়াসার ইসলাম। এই সেশনে মুট কোর্টের অবজেক্টিভ, প্রতিযোগিতায় অংশগ্রহণের টেকনিক্যাল বিষয়, ওরাল সাবমিশনের খুঁটিনাটি এবং মুটের বাস্তবিক ধারণা তুলে ধরেন তিনি।সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজের চেয়ারপারসন মো. তাফহীমুল ইসলাম বলেন, মুট কোর্ট একটি ছায়া আদলত। একজন আইনের ছাত্রের জন্য এটি অত্যাবশ্যকীয়।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে হাওরে ডুবে রাউজানের যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার