খেলতে খেলতে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৪৯ পূর্বাহ্ণ

খেলার মাঝেই অসুস্থ হয়ে মারা গেলেন বাংলাদেশের দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি। ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেনের বিপক্ষে খেলছিলেন। খেলার মাঝেই হঠাৎ লুটিয়ে পড়েন জিয়া। পরে তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। গতকাল শুক্রবার বেলা ৩টায় খেলা শুরুর পর স্বাভাবিকভাবেই খেলছিলেন জিয়া। কিন্তু বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। সেখানে থাকা অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। এরপর তাকে দ্রুতই শাহবাগের ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন। কিন্তু প্রায় মিনিট বিশেক চেষ্টা করেও জিয়ার পালস খুঁজে পাচ্ছিলেন না কর্তব্যরত চিকিৎসকরা। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজিকেএস দাবা কমিটির চেয়ারম্যান ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সম্পাদক সাইফুল আলম খান।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনার কাছে হেরে বরখাস্ত ইকুয়েডর কোচ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে জুলধা শাহ্‌ আমির উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন