চসিকের এলইডি বাতি প্রকল্পের চুক্তি স্বাক্ষর আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:২৫ পূর্বাহ্ণ

ভারতীয় নমনীয় ঋণ চুক্তির আওতায় ‘মডার্নাইজেশন অফ সিটি স্ট্রিট লাইট সিস্টেম এট ডিফ্রেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার একটি প্রকল্প। প্রকল্পটির আওতায় নগরের ৪১ ওয়ার্ডে ৪৬৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কে ২০ হাজার ৬০০টি এলইডি বাতি স্থাপন করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম শাহ্‌ আমানত বিমান বন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র।

পূর্ববর্তী নিবন্ধকোটা বাতিল না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধবছরে রেলের ক্ষতি কয়েক কোটি টাকা