কোটা বাতিল না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ

চবি প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:২৪ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ফের ফুঁসে উঠেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এরই মধ্যে ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশসহ নানামুখী কর্মসূচি পালন করেছেন তারা। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এসময় বিভিন্ন স্লোগান দেনএসো বোন এসো ভাই, সংগ্রামে ভয় নাই; এসো বোন এসো ভাই, কোটা প্রথার কবর চাই। জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে; লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। চলো যাই যুদ্ধে, কোটার বিরুদ্ধে; সংবিধানের মূল কথা সুযোগের সমতা। রাজপথ কাঁপাতে এসো বোন এসো ভাই।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, কোটা ব্যবস্থা কার্যত বাংলাদেশের কোটাবিহীন সাধারণ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রূপান্তর করে দিয়েছে। বর্তমানে অনগ্রসর নয় এমন বহু জনগোষ্ঠীকে কোটা সুবিধা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র জন্ম হয়েছিল বৈষম্য দূর করার লক্ষ্যে। কিন্তু এতো বছর পেরিয়ে গেলেও এই বৈষম্য আমরা দূর করতে পারিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটার মতো একটি চরম বৈষম্যমূলক পদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ বৈষম্য আমাদের পূর্বপুরুষেরাও মানেননি, আমরাও মানব না। স্বাধীন দেশে বৈষম্যের শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

পূর্ববর্তী নিবন্ধজরুরি বিভাগে চিকিৎসক নেই, অনিয়ম ও ত্রুটি দেখে ক্ষোভ
পরবর্তী নিবন্ধচসিকের এলইডি বাতি প্রকল্পের চুক্তি স্বাক্ষর আজ