চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক সভা গত ১ জুলাই, সোমবার ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদকের শূন্য পদে সিজেকেএস যুগ্ম সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপনকে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত সকলে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।