অনেকটা বসন্ত পেরিয়ে
এই শেষ বেলায় আমাদের দেখা।
তোমাকে দেখে মনে হলো তুমি আমার স্বপ্নেই ছিলে
ছিলে আমার মায়াবতী।
তোমার চোখের দিকে তাকাতেই বুঝলেম
এক সমুদ্র ভালোবাসার ঢেউ তাতে দোল খেয়ে যায়
তোমার শাড়ির ভাজে লুকিয়ে রেখেছো মুগ্ধতা
মায়াবী হাসিতে আছে আমাকে আপন করে নেবার হাতছানি
তোমার কানের ঝুমকা হাতের নীল চুড়িতে আছে
একরাশ ভালোবাসার মাদকতা
তুমি সকলের মতো নও তুমি কবিতার মতো
যাকে, শুধু ভালোবাসার উপমায় আমিই সাজাতে পারি
তোমার কথা বলায় জমে যায় ভালোবাসার উর্বর পলি
তুমি আমার অনেকটা বেলা পেরিয়ে ভালোবাসার শেষ বসন্ত।