মহেশখালীতে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে একই দিনে মারা গেছেন বড় ভাই। গকাল মঙ্গলবার উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাইয়ের নাম অছিউর রহমান (৬৫) ও মোহাম্মদ সৈয়দ (৭২)। তারা ওই গ্রামের মৃত হাজী মফজলুর রহমানের পুত্র।
মারা যাওয়া দুই ভাইয়ের ছোট ভাই হাফেজ আব্দুর রহমান জানান, তার মেজ ভাই অছিউর রহমান বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগে গত সোমবার রাত ৮টায় মহেশখালী হাসপাতালে মারা যান। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তার জানাজা পড়ার প্রস্তুতি নেওয়ার সময় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাই মোহাম্মদ সৈয়দ হঠাৎ বুকে ব্যথা অনুভব করে পড়ে যান। তাকে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।












