‘বিপ্লব তীর্থ চট্টগ্রামের ক্ষণজন্মা পুরুষ মানিক চৌধুরীর রক্তে ছিল দেশপ্রেমের নেশা। শুদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুসহ তাঁর ঘনিষ্ঠ মানিক চৌধুরীদের অবদান যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করা গেলে লুটেরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়ন ত্বরান্বিত হবে।’
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় বীর মানিক চৌধুরীর (ভূপতি ভূষণ চৌধুরী) ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল রোববার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য নঈম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রফেসর রণজিৎ কুমার দে, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সফর আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ প্রমুখ।
বক্তারা আরো বলেন, মানিক চৌধুরী সার্বিক অর্থে দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। দেশের জন্য চরম ত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। এসব মানুষের রাজনৈতিক জীবন থেকে আজকের নতুন প্রজন্মের রাজনীতিবিদদের দেশপ্রেম আর দলীয় আনুগত্য বিষয়ে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পূর্ণরূপ দিতে হলে তাঁদের জানতে হবে। তাঁদের লড়াই–সংগ্রাম থেকে নিজেদের পথ নির্মাণ করতে হবে। মানিক চৌধুরীদের ভুলে গেলে চলবে না। ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না। প্রেস বিজ্ঞপ্তি।