কালুরঘাট সেতু যেন বোয়ালখালীর চিরন্তন দুঃখ। যেমনটি চীনের দুঃখ হোয়াং হো। দীর্ঘদিন ধরে কালুরঘাট সেতু বন্ধ থাকায় যাত্রীরা নদী পারাপারে চরম বিপাকে। তারপরও রয়েছে নৌকা ডুবি ও ফেরীতে দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু। ফেরীতে টেম্পোর ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু সম্প্রতি নৌকাডুবিতে আলোচিত পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তার মৃত্যু। তারপর থেকে যাত্রী পারাপারে নৌকাগুলো উধাও। এ সুযোগে ফেরী কর্তৃপক্ষ শুরু করেছে আরেক নৈরাজ্য। যাত্রী পারাপারে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে জনপ্রতি ৫ টাকা হারে ভাড়া। যা সম্পূর্ণ অনৈতিক। এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন বোয়ালখালী বাসীদের এ চরম দুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়া হোক।
হাসান কুতুব
বোয়ালখালী,
চট্টগ্রাম।