এই আমি কখনো ঝলমলে রোদ
নিদারুণ উজ্জ্বল, আবার কখনো
বেদনার রঙে নীল। কখনো শুভ্রতায়
আচ্ছন্ন, কখনো মোহমায়ায়
জীবন চঞ্চল, চলমান জীবন।
মেঘের মতো ছায়া দিয়ে
উড়ে যাই সুদূরের পানে
আবার ভেসে যাই
নীল মেঘের রঙিন নীলিমায়।
এই আমি কখনো পরিচয় সংকটে ভুগি,
কখনো সাদা মেঘের শুভ্রতায় এলোমেলো
হাওয়ায় ভাসি। কখনো নির্জনতা ভালোবাসি,
কখনো জন কোলাহল।
কখনো নিস্তব্ধতা– কখনো উচ্ছল
এই আমি মুগ্ধতায় আয়েশী হই,
আবেশী হই ভালোবাসায়
জীবন আর মরণের মাঝখানে দাঁড়িয়ে
দিনকাটে নির্মোহ ভাবনায়।