নগরীর বাইন্নাটিলা এলাকায় ছোট একটি পান সিগারেটের দোকান করতেন সাতকানিয়ার বাসিন্দা রিদুয়ান। রাতে দোকান বন্ধ করে থাকতেন রিয়াজউদ্দিন বাজারস্থ রেজোয়ান কমপ্লেক্সের ওপরে একটি মেসে। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে সেখানেই মৃত্যু হয় তাঁর। অথচ আগামী আগস্ট মাসেই তাঁর চলে যাওয়ার কথা ছিল বিদেশে। স্বপ্ন পূরণের আগেই আগুনের থাবা কেড়ে নিল রিদুয়ানকেই। ভেঙে দিল তাকে ঘিরে পরিবারের স্বপ্নটাই।
গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের অপেক্ষায় থাকা রিদুয়ানের বড় ভাই মো. হারুন বলেন, তাঁরা দুই ভাই। রিদুয়ান ছোট। দুই মেয়ে তার। বড়টির বয়স চার বছর, ছোটটির দুই। হারুন বলেন, দীর্ঘদিন ধরে সে সৌদিআরব যাওয়ার চেষ্টা করছিল।
ছোট পান সিগারেটের দোকানে সংসার চলতো না। ধারদেনার টাকায় ভিসাও জোগাড় হয়েছিল। কথা ছিল দেড় মাস পর চলে যাবে সে, আমরাও আশায় ছিলাম, সংসারে সুখ ফিরবে। কিন্তু কিছুই হলো না। উল্টো তাকেই হারালাম। এখন তার লাশ বাড়িতে নিয়ে গিয়ে তার মাসুম বাচ্চা দুটোকে কী বলে সান্তনা দেবো, জানি না।