বলিভিয়াকে ২–০ গোলে হারিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্য ম্যাচে ফেভারিট উরুগুয়ে ৩–১ গোলে হারিয়েছে পানামাকে। টেক্সাসে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁকানো শটে জাল কাঁপিয়েছেন পুলিসিক। ৪৪ মিনিটে আবার তার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেছেন ফোলারিন ব্যালোগান। ফেভারিটের তকমা নিয়ে উরুগুয়ে আসরের শুরুটাও দারুন করেছে। পানামাকে ৩–১ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ১৬ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জাল কাঁপান আরাউহো। ৮৬ মিনিটে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন দারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান বাড়ান তিন গোলে। তবে ৯৫ মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন মিখাইল মুরিলো।