ফটিকছড়ির সর্তার খালে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মেশিন ও ৫ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়েছে। গতকাল সকাল ৬টায় খিরাম ও ধর্মপুর ইউনিয়নের রাউজান সীমান্তবর্তী সর্তার খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। জানা যায়, সরকারি আদেশ অমান্য করে সর্তার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় প্রায় ৫০০০ ঘনমিটার বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রয় করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ ব্যাপারে ইউএনও বলেন, অবৈধ বালু উত্তোলনের সাথে যুক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য তদন্তপূর্বক পরবর্তী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।