খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় দীর্ঘদিন ধরে ‘অন্যায়ভাবে’ গৃহবন্দী করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। কিন্তু সরকার তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ এবং অমানবিক।

গতকাল বিকেলে নগরের চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন।

এতে উপস্থিাত ছিলেন সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হাজী মো. আলী, নাজিম উদ্দীন আহমেদ, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম।

উত্তর জেলা বিএনপি : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গতকাল বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অংশ নেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ নুরুল আবছার, আলাল উদ্দিন আলাল, এডভোকেট মামুনুর রশীদ মামুন, এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সাংগঠনিক পুনর্গঠন টিম : চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের উদ্যোগে গতকাল বাদ যোহর শাহ আমানত (রা.) মসজিদ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম ঊদ্দিন, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল ঊদ্দিন, সাবেক সদস্য হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা মামলায় দুই নারীসহ ৩ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধআবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে ওমরাহ ভিসা