১৪৯৭ জন ক্যাবোট উত্তর আমেরিকা উপকূলে পদার্পণ করেন।
১৭৬৩ ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীরজাফরকে বাংলার নবাব করে।
১৭৭৭ মেরু অভিযাত্রী অ্যাডমিরাল জন রস–এর জন্ম।
১৭৯৫ জার্মান শারীরবিদ হিনরিখ ভেবার–এর জন্ম।
১৮১২ নেপোলিয়নের সেনাবাহিনীর রাশিয়া অধিকার করে।
১৮৫৯ সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রীয়দের পরাজিত করে।
১৮৬৬ প্রুশ্রিয়া ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিতীয় কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৬৯ অবিভক্ত ভারতের প্রথম বিপ্লবববাদী দামোদর হরি ছাপেকার–এর জন্ম।
১৮৭০ অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করেন।
১৮৯৪ ফ্রান্সের রাষ্ট্রপতি মারি. এফ. শাদি–কার্নো নিহত হন।
১৯০৭ আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভিন–এর মৃত্যু।
১৯১৭ কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজে নৌ বিদ্রোহ সংঘটিত হয়।
১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
১৯৪৮ সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
১৯৫৩ শিক্ষাবিদ রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু।
১৯৬৪ মার্কিন বিমূর্ত শিল্পী স্টুয়ার্ট ডেভিস–এর মৃত্যু।
১৯৭৬ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।
১৯৮১ শিক্ষাবিদ গবেষক আব্দুল মতিন চৌধুরীর মৃত্যু।
১৯৮৬ ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেঙ ওয়ার্নার–এর মৃত্যু।
১৯৯৪ যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।