গতির ঝড় ঠেকাতে সীতাকুণ্ড মহাসড়কে হাইওয়ে পুলিশের ২৩ মামলা, জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৮:২৭ অপরাহ্ণ

গতির ঝড় ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নিয়মিত ওভার স্পিড মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশ।

গত এক সপ্তাহে মহাসড়কের এই অংশে বেপরোয়া গতিতে আসা যানবাহনে বিরুদ্ধে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। সর্বশেষ আজ রোববার বিকালে তিনটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাইফ লাইন খ্যাত এই অংশে প্রতিনিয়ত গতির ঝড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনায় অকাল মৃত্যুর পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ববরণ করে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে জীবন যাপন করছেন অনেকে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ এ অংশে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বেপরোয়া গতিতে আসা যানবাহনকে ওভার স্পিড মামলা দিচ্ছেন তারা। তাদের নিয়মিত মামলার কারণে মহাসড়কের এই অংশে যানবাহনের গতির শৃঙ্খলা কিছুটা ফিরে এসেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, মহাসড়কে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা, উল্টো পথে চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে।

গত এক সপ্তাহের অভিযানে এ সড়কে ওভার স্পিডের কারণে ২৩ টি মামলায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ওসি আরও জানান, গত এক সপ্তাহের চলমান অভিযানে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। বিশেষ করে ওভার স্পিডের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন তারা। অভিযানকালে জরিমানা বা মামলা দেওয়ার চেয়েও জনসচেতনতা সৃষ্টি ও রাস্তা পারাপারে সতর্ক হতে উপস্থিত পথচারী এবং যানবাহন চালকদের অনুরোধ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কের পাশে ডোবায় গিয়ে পড়ল মালবাহী কাভার্ডভ্যান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, জব্দ জাল পুড়িয়ে ধ্বংস