ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লালমাই রেল স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ছেড়ে গেছে ট্রেনটি। তবে এ ঘটনার পর বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান কুমিল্লা রেলওয়ের উপ–সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।
তিনি বলেন, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে কর্ণফুলী কমিউটার ট্রেনটি লালমাই রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন লাগানোর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। খবর বিডিনিউজের।
বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়া ট্রেনটির ছাদেও শতাধিক মানুষ ছিল। আখাউড়া থেকে ট্রেনটিতে উঠেছিলেন মাসুদ আলম। তিনি বলেন, চট্টগ্রামে চাকরি করি। রোববার অফিস খোলা। হঠাৎ ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ট্রেনের ভেতরে গরমে চরম কষ্ট হয়েছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ ছিল চরমে।